দেশের ২৩ শতাংশ পোশাক কারখানা এখনো পরিদর্শনের বাইরে: সিপিডি

সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি, পোশাক কারখানা,
রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে পোশাক শিল্প কর্মক্ষেত্রে নিরাপত্তা বিষয়ক সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) তথ্য অনুযায়ী, বাংলাদেশের প্রায় ২৩ শতাংশ তৈরি পোশাক কারখানা এখনো পরিদর্শনের বাইরে আছে।

আজ বুধবার রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে পোশাক শিল্প কর্মক্ষেত্রে নিরাপত্তা বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সিপিডির গবেষণা পরিচালক খোন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বর্তমানে অন্তত ৮৫৬টি তৈরি পোশাক কারখানা কোনো ধরনের পরিদর্শন প্রক্রিয়ার আওতায় নেই, যা দেশের ৩ হাজার ৭৫২টি কারখানার ২২ দশমিক ৮ শতাংশ।

তৈরি পোশাক শিল্পে নিয়মিত পর্যবেক্ষণকারী সংস্থা আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিলের (আরএসসি) আওতায় ১ হাজার ৮৮৭টি কারখানা আছে।

এছাড়া, নিরাপনের আওতায় আছে প্রায় ৩৫০টি কারখানা, রিমেডিয়েশন কোঅর্ডিনেশন সেলের (আরসিসি) আওতায় আছে ৬৫৯টি কারখানা।

'তৈরি পোশাক খাতের কর্মক্ষেত্রে নিরাপত্তা মনিটরিং: বাংলাদেশ কী এখনো অগ্রগামী নাকি লার্নার?' শীর্ষক আলোচনায় খোন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, এ বছর রানা প্লাজা ভবন ধসের ১০ বছর পূর্তিতে বিদ্যমান নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থাগুলো সঠিকভাবে কাজ করছে কি না তা পর্যালোচনা করা জরুরি হয়ে পড়েছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই), আরএসসি ও নিরাপনকে অবশ্যই এগুলো নিয়ে কাজ করতে হবে।

Comments

The Daily Star  | English

Govt relieves Kuet VC, Pro-VC of duties to resolve crisis

A search committee will soon be formed to appoint new candidates to the two posts

1h ago