ইরানের মাদক নিরাময় কেন্দ্রে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩২

মহড়ায় অংশ নিচ্ছেন ইরানের দমকল বাহিনীর সদস্যরা। ফাইল ছবি: এএফপি
মহড়ায় অংশ নিচ্ছেন ইরানের দমকল বাহিনীর সদস্যরা। ফাইল ছবি: এএফপি

ইরানের উত্তরাঞ্চলের এক মাদক নিরাময় কেন্দ্রে আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৩২ হয়েছে। প্রাথমিক খবরে ২৭ মারা গেছেন বলে জানানো হয়েছিল।

আজ শুক্রবার ইরানের স্থানীয় গণমাধ্যম আইএসএনএ সংবাদ এজেন্সির বরাত দিয়ে এই তথ্য জানায় এএফপি।

উত্তরের গিলান প্রদেশের উপ-গভর্নর মোহাম্মাদ জালাই জানান, লানগারুদ শহরের মাদক নিরাময় কেন্দ্রে আগুন লেগে ৩২ জন মারা গেছেন।

জালাই আরও জানান, এই অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চার জনের অবস্থা আশংকাজনক।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

প্রদেশের প্রধান বিচারপতি ইসমাইল সাদেঘি এ বিষয়টি নিয়ে তদন্ত প্রক্রিয়া চালু করেছেন। প্রদেশের অনলাইন পত্রিকা মিজান জানায়, এই নিরাময় কেন্দ্রের ধারণক্ষমতা ৪০।

এ ঘটনার জন্য দায়ী সন্দেহে কেন্দ্রের ম্যানেজারসহ একাধিক ব্যক্তিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান বিচারক সাদেঘি।

আইএসএনএ অগ্নিকাণ্ডের ভিডিও ফুটেজ প্রচার করেছে। সেখানে নিরাময় কেন্দ্রে আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া দেখা যায়।

নিরাময় কেন্দ্রটি আগুনে বড় আকারে ক্ষতির শিকার হয়। আগুন নেভানোর পর কেন্দ্রের বাইরে জরুরি সেবাদাতা, দমকল বাহিনীর সদস্য ও অ্যাম্বুলেন্স দেখা যায়। ছবিতে দেখা যায়, কেন্দ্রের ছাদ ধ্বংস হয়েছে। জানালোগুলো চুরমার হয়ে গেছে এবং দেওয়ালগুলো ধোঁয়ার কারণে কালো হয়ে গেছে।

 

Comments

The Daily Star  | English
Secretariat employees protest against 'stricter' govt service law

Secretariat employees protest against 'stricter' govt service law

From 9:30am, officers and staff started gathering in front of building no. 6 at the Secretariat's Badamtola.

1h ago