চট্টগ্রামের বহদ্দারহাটে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, চলছে ধাওয়া-পাল্টা ধাওয়া

আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছুড়ে মারছেন এক পুলিশ সদস্য। শাহ আমানত ব্রিজ এলাকা। ছবি: রাজিব রায়হান/স্টার

চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হয়েছে এই সংঘর্ষ।

আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছেন। অপর দিকে শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করছে পুলিশ।

দুপুর ১২টার দিকে নগরের শাহ আমানত ব্রিজ এলাকা থেকে পুলিশের ধাওয়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে যায় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। পরে তারা বহদ্দারহাট এলাকায় এসে জড়ো হন।

 

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

8h ago