চট্টগ্রাম বন্দর

পণ্যবাহী বাহনের গেট পাসের জন্য ডিজিটাল পেমেন্ট চালু

চবক
চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী বাহনের গেট পাসের জন্য ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করেছে চবক। ছবি: স্টার

দেশের বৃহত্তম সমুদ্রবন্দরে কনটেইনার ও কার্গো উঠানামার গতি বাড়াতে সব পণ্যবাহী বাহনের গেট পাসের জন্য ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)।

আজ মঙ্গলবার চবক চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান বন্দরের চার নম্বর গেটে অনলাইন গেট পাস সিস্টেমের উদ্বোধন করেন।

তিনি বলেন, 'ম্যানুয়াল পেমেন্ট প্রক্রিয়াটি আগে গড়ে ২০ মিনিট সময় নিত। ফলে আট গেটে দীর্ঘ লাইন সৃষ্টি হতো। বন্দরের অ্যাপ্রোচ রোডগুলোয় জট হতো।'

তিনি জানান, নতুন ব্যবস্থায় চালকরা মোবাইলের মাধ্যমে আগেই টাকা পরিশোধ করায় অনলাইন পেমেন্ট রসিদ স্ক্যান করে এক বা দুই মিনিটের মধ্যে গাড়ি নিয়ে বন্দরে ঢুকতে পারবেন।

গত বছরের নভেম্বরে গেট পাসের জন্য চবক ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করে।

বন্দরের কার্যক্রম গতিশীল করতে টার্মিনাল অপারেটিং সিস্টেমের (টিওএস) আওতায় ডেটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড এই অনলাইন পেমেন্ট সিস্টেম ডেভেলপ করেছে।

চবক চেয়ারম্যান আরও বলেন, 'প্রায় এক লাখ যানবাহনের তথ্য ও এক লাখ চালকের বায়োমেট্রিক রেকর্ড এই সিস্টেমে আছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পণ্যবাহী বাহনের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারছে।'

প্রতিদিন ট্রাক, কাভার্ডভ্যান, কনটেইনারবাহী প্রাইম মুভারসহ ছয় থেকে আট হাজার বাহন বন্দরে আসে।

Comments

The Daily Star  | English

'Don't merge SIBL'

Shareholders urge BB, ministry in separate letters

2h ago