ছাত্রদের অসন্তোষে দেরিতে ছাড়লো রাজশাহীর ট্রেন, ৩৫ জনের জন্য বিশেষ ব্যবস্থা

সরকারের ভাড়া করা বিশেষ ট্রেন পছন্দ না হওয়ায় রাজশাহীতে অসন্তোষ প্রকাশ করেছেন ছাত্র-জনতার একাংশ। তাদের কেউ কেউ রেললাইনের ওপর বসে পড়েন, কেউ শুয়ে পড়েন।
এতে নির্ধারিত সময়ের চেয়ে প্রায় এক ঘণ্টা দেরিতে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে ট্রেনটি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রেল কর্তৃপক্ষ ৩৫ জনকে বিশেষ ব্যবস্থায় ঢাকায় পাঠানোর ব্যবস্থা করে।
আজ মঙ্গলবার বিকেলে রাজশাহী রেলওয়ে স্টেশন মাস্টার শহীদুল আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকায় জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দিতে ছাত্র-জনতার জন্য চার লাখ ৮৫ হাজার ৯১ টাকা ব্যয়ে ভাড়া করা ৫৪৮টি আসনের বিশেষ ট্রেনটি সকাল ৭টা ২০ মিনিটে ছাড়ার কথা ছিল। ট্রেনের কোচগুলো বনলতা বা সিল্কসিটি এক্সপ্রেসের মতো আন্তঃনগর মানের নয়, বরং লোকাল ট্রেনের কোচ হওয়ায় যাত্রীদের একাংশ ক্ষুব্ধ হন।
'এর প্রতিবাদে কিছু বিক্ষোভকারী রেললাইনে বসে ও শুয়ে পড়েছিল, ফলে ট্রেন ছাড়তে বিলম্ব হয়,' বলেন শহীদুল।
তিনি আরও জানান, শেষ পর্যন্ত রাজশাহী স্টেশন থেকে প্রায় ৫০০ যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
তার ভাষ্য, 'সরকার এই মানের একটি ট্রেনের ভাড়া দিয়েছে এবং রেলওয়ে কর্তৃপক্ষ সেই অনুযায়ী ব্যবস্থা করেছে। কিন্তু তাদের মধ্যে কয়েকজন হঠাৎ বনলতা বা সিল্কসিটি এক্সপ্রেসের মতো একটি আন্তঃনগর ট্রেনের দাবি করেন। এক পর্যায়ে সহযাত্রীদের চাপে বিক্ষোভকারীরা রেললাইন থেকে সরে গেলে ট্রেনটি সকাল ৮টা ১৩ মিনিটে ছেড়ে যায়।'
এই কারণে সিল্কসিটি এক্সপ্রেস ছাড়তেও বিলম্ব হয়। ট্রেনটি নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর সকাল ৮টা ২৫ মিনিটে রাজশাহী স্টেশন ছাড়ে।
শহীদুল বলেন, 'বিষয়টি সমাধানের জন্য রেল কর্তৃপক্ষ পরে বিক্ষোভকারী ৩৫ জনকে সিল্কসিটি এক্সপ্রেসে বিশেষ ব্যবস্থায় ঢাকায় পাঠানোর হয়েছে।'
Comments