গুলিস্তানে বিস্ফোরণ

বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১২ জন, বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক

২ জনের মধ্যে একজন হলেন আল আমিন (২৪)। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসক। বিস্ফোরণে তার শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভবন। ফাইল ছবি

রাজধানী ঢাকার গুলিস্তানের সিদ্দিকবাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণে আহতদের মধ্যে ১২ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের বেশিরভাগের অবস্থাই গুরুতর।

আজ মঙ্গলবার রাতে দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, 'ওই ১২ জনের মধ্যে ৩ জন লাইফ সাপোর্টে। বাকিদের বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু্ই বলা যাচ্ছে না। তাদের মধ্যে বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক।'

১২ জনের মধ্যে একজন হলেন আল আমিন (২৪)। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসক। বিস্ফোরণে তার শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে।

২ ভাই খলিল সিকদার (৫০) ও অলিল সিকদার (৫৫) ওই ভবনের একটি স্যানিটারি পণ্যের দোকানে কাজ করতেন। ঘটনার সময় ভবনটির সামনে একটি ভ্যানে বসেছিলেন তারা। হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং তারা গুরুতর আহত হন।

অলিলের ছেলে বাবুল জানান, তার বাবার শরীরের ৩০ শতাংশ ও চাচার শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে।

এই বিস্ফোরণে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। আর আহত হয়েছেন অন্তত ১০০ জন।

Comments