মির্জা ফখরুল-আব্বাসকে কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশনা চেয়ে রিট

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে প্রথম শ্রেণির ডিভিশন দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে প্রথম শ্রেণির ডিভিশন দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

আজ মঙ্গলবার মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস হাইকোর্টে পৃথক ২টি রিট করেন।

বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ বিকেল ৩টায় পৃথক রিট ২টির শুনানির সময় নির্ধারণ করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়, মির্জা ফখরুল ও মির্জা আব্বাস— ২ জনেই সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য। তাই আইন অনুযায়ী তারা কারাগারে প্রথম শ্রেণির ডিভিশন সুবিধা পাওয়ার অধিকারী। কিন্তু, কারা কর্তৃপক্ষ তা উপেক্ষা করেছে।

Comments