ইভিএম কেনার বৈঠক স্থগিত, সিদ্ধান্ত সোমবার

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার প্রকল্পের বিষয়টি নির্বাচন কমিশনের (ইসি) বৈঠকে তোলা হলে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠকটি স্থগিত করেছে কমিশন। আগামী সোমবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
নির্বাচন কমিশনের লোগো। ছবি: সংগৃহীত

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার প্রকল্পের বিষয়টি নির্বাচন কমিশনের (ইসি) বৈঠকে তোলা হলে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠকটি স্থগিত করেছে কমিশন। আগামী সোমবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বর্তমান কমিশনের ৭ম কমিশন সভা শেষে ইসিসচিব হুমায়ুন কবীর খোন্দকার এসব তথ্য জানান।

তিনি বলেন, 'বাংলাদেশ নির্বাচন কমিশনের ৭ম কমিশন সভা বসেছে। তাদের সম্মুখে নির্বাচনী ব্যবস্থায় তথ্য-প্রযুক্তি প্রয়োগ সম্প্রসারণের লক্ষ্যে ইভিএমের ব্যবহার বৃদ্ধি ও টেকসই ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পটি আলোচনা হয়। তারা (কমিশন) দীর্ঘক্ষণ ধরে পর্যালোচনা-আলোচনা করেছেন। সভায় অনেকগুলো বিষয় তারা দেখেছেন এবং নির্দেশনা দিয়েছেন। সেগুলোর বিষয়ে কমিশন পরে সিদ্ধান্ত নেবে। আজকের সভাটি কমিশন স্থগিত করেছে। আগামী সপ্তাহে যে সভা হবে, সেই সভায় তারা সিদ্ধান্ত নেবেন।'

আজকের আলোচনা ও পরবর্তী সভার সময় বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবীর খোন্দকার বলেন, 'আজকে মূলত প্রতিটি ইভিএমের দর কত হতে পারে, বাজার দর যাচাইয়ের ১টি কমিটি করা হয়েছিল, ওই কমিটি দর যাচাই করবেন, পরে পরবর্তী সভাতে এটি তুলে ধরবেন এবং কমিশন পর্যালোচনা করে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।'

বাজার দর যাচাইয়ে কবে কমিটি করা হয়েছে? তিনি বলেন, 'বাজার দর যাচাইয়ের কমিটি আগেই করা হয়েছে। তারা এখনো (যাচাই) শেষ করতে পারে নাই। এ কারণে আজকে সিদ্ধান্ত নেওয়া হয় নাই। তারা আরও পর্যালোচনা করবেন। আগামী সপ্তাহে আমরা আশা করছি সোমবারের দিকে সভা বসবে। তখন কমিশন সিদ্ধান্ত নেবে।'

ইভিএম মেশিনের যন্ত্রাংশ কোন দেশ থেকে আনা হবে, জানতে চাইলে ইসি সচিব বলেন, 'সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।'

প্রকল্পের আকার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সোমবারে যখন সভা হবে, তখন আমরা বিস্তারিত জানাব।'

Comments

The Daily Star  | English

World Bank ready to be part of key economic reforms in Bangladesh: VP

The World Bank is 'excited' by the interim government's reform agenda and 'it is worth visiting Bangladesh right now', says Martin Raiser

19m ago