সিলেটে থ্রিজি-ফোরজি সেবা বন্ধের ‘নির্দেশ’ বিটিআরসির

সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে আজ শনিবার বিএনপির বিভাগীয় গণসমাবেশ। এর মধ্যেই সিলেটে আজ সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
ছবি: রয়টার্স

সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে আজ শনিবার বিএনপির বিভাগীয় গণসমাবেশ। এর মধ্যেই সিলেটে আজ সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সংশ্লিষ্ট সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।

সমাবেশস্থল থেকে বিএনপিকর্মী আব্দুর রহমান হীরা ডেইলি স্টারকে বলেন, 'সকাল সাড়ে ৯টা থেকে মোবাইল ইন্টারনেটে বেশ ধীরগতি পাচ্ছি। ২টি অপারেটর দিয়ে চেষ্টা করেও একই ফল পাচ্ছি।'

এর আগেও গত ১২ নভেম্বর ফরিদপুরে বিএনপির গণসমাবেশের দিন সেখানে থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ রাখার নির্দেশ দেয় বিটিআরসি। এ ছাড়াও, গত ২২ অক্টোবর বিএনপির সমাবেশের দিন খুলনা সিটি করপোরেশন এলাকায় প্রায় ৫ ঘণ্টা মোবাইল ইন্টারনেটে ধীরগতি ছিল।

Comments