শ্লোগানে মুখর ট্রেনে বাড়ি ফিরছেন হবিগঞ্জ-মৌলভীবাজারের নেতাকর্মীরা

সন্ধ্যার পর সিলেট ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে ছিল উপচে পড়া ভিড়। ছবি: মিন্টু দেশোয়ারা/স্টার

সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ শেষে আবার স্বাভাবিক হয়েছে যানবাহন চলাচল। ভিড় বেড়েছে বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনে। 

শনিবার বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ শেষ হয় বিএনপির। এরপরই বাড়ি ফিরতে সন্ধ্যার পর সিলেট রেলওয়ে স্টেশনে ভিড় করেন হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটের কয়েকটি উপজেলার নেতাকর্মীরা।

সরেজমিনে রেলস্টেশনে গিয়ে দেখা যায়, সেখানে হাজারো মানুষের ঢল। তাদের মধ্যে বেশিরভাগই বিএনপির সমাবেশ থেকে ফিরছেন। তবে সাধারণ যাত্রীও আছেন।

ট্রেনের যাত্রী এস আলম সুমন দ্য ডেইলি স্টারকে বলেন, 'কুলাউড়া যেতাম উপবন ট্রেনে। কিন্তু দেরি হয়ে যাবে ভেবে উদয়নে টিকিট না থাকা সত্ত্বেও উঠেছি।'

কুলাউড়া থেকে আসা ছাত্রদল নেতা আতিকুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'আসার সময়ও মিছিল দিয়ে দিয়ে এসেছি, যাওয়ার সময়ও ট্রেনে মিছিল করে যাচ্ছি।'

'ঢাকার রাজপথেও আমরা সরকার পতনের আন্দোলন করে যাব,' বলেন তিনি।

সিলেট রেলওয়ে স্টেশনের মাস্টার নুরুল হক ডেইলি স্টারকে বলেন, 'দুই দিন ধরে পরিবহন ধর্মঘট চলছে। এ কারণে ট্রেনের টিকিটের চাপ বেড়েছে। স্টেশনেও যাত্রীদের ভিড় বেড়েছে।'

'আর আজ বিকেল থেকে যাত্রী বেড়েছে কয়েকগুণ। দাঁড়িয়ে যাওয়ারও কোনো সুযোগ নেই,' বলেন তিনি। 

এ দিকে সিলেটের বাস টার্মিনালে গিয়েও যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। সেখানেও বেশিরভাগই বিএনপির নেতাকর্মী।

বাস টার্মিনালে দেখা হয় বিএনপির কর্মী মিজানুর রহমানের সঙ্গে। তিনি ডেইলি স্টারকে বলেন, 'এ রকম সমাবেশ করে ও বিএনপির ভক্তদের দেখে মন ভরে যায়।'

Comments

The Daily Star  | English

US tariff at 20% 'satisfactory', says Khosru

Will comment after knowing full details of the deal

2h ago