গুলিস্তানে বিস্ফোরণ

নিহত ১৬ জনের পরিচয় শনাক্ত

গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। ছবি: রাশেদ সুমন/স্টার

রাজধানী ঢাকার গুলিস্তানে সিদ্দিকবাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।

এখন পর্যন্ত নিহতদের মধ্যে ১৬ জনের পরিচয় শনাক্ত করা গেছে। হাসপাতাল সূত্রে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

তারা হলেন— ইসলামপুরের মমিনুল ইসলাম (৩৮) ও তার স্ত্রী নদী বেগম (৩৫), সুড়িটোলার বাসিন্দা কাতারপ্রবাসী মো. সুমন (২১), চিটাগাং রোডের বাসিন্দা মাইনুদ্দিন আখন্দ (৪৮), আলুবাজার এলাকার মো. ইসমাইল (৪২), বরিশালের ইসহাক মৃধা (৩৫), কেরানীগঞ্জের রাহাত (১৮), চাঁদপুরের মতলবের আল আমিন (২৩), বংশালের নাজমুল হোসেন (২৫), মানিকগঞ্জের ওবায়দুল হাসান বাবুল (৫৫) ও মুন্সিগঞ্জের আবু জাফর সিদ্দিকি (৩৪) এবং মনসুর হোসেন (৪০), আকৃতি বেগম (৭০), ইদ্রিস মীর (৬০), হৃদয় (২০) ও নুরুল ইসলাম ভূঁইয়া (৫৫)।

এই বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০০ জন আহত হয়েছেন।

Comments

The Daily Star  | English

Groundwater crisis deepens in coastal Chattogram

Tube wells run dry as salinity and iron contamination rise far above safe limits, leaving residents struggling for drinkable water

1h ago