বন্দর

চট্টগ্রাম বন্দরের সাড়ে ৬ হাজার শ্রমিক পেলেন বিজয় দিবসের প্রণোদনা

বন্দর কর্মকর্তারা জানান, প্রত্যেক শ্রমিককে আট হাজার টাকা করে দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বন্দর, বিজয় দিবস, বিজয় দিবসের প্রণোদনা,
বন্দরের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে ১০ জন শ্রমিকের মধ্যে প্রণোদনার নগদ অর্থ বিতরণ করেন সিপিএ চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেল। ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে বেসরকারি বার্থ, টার্মিনাল ও শিপ হ্যান্ডলিং কার্যক্রমে নিয়োজিত ৬ হাজার ৫১২ জন শ্রমিককে ৫ কোটি ২০ লাখ টাকার বিশেষ প্রণোদনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)।

তারা বন্দরের বার্থ, টার্মিনাল ও জাহাজ পরিচালনাকারী ৪৬টি বেসরকারি অপারেটিং ফার্মের নিবন্ধিত শ্রমিক।

বন্দর কর্মকর্তারা জানান, প্রত্যেক শ্রমিককে আট হাজার টাকা করে দেওয়া হয়েছে।

আজ বুধবার বন্দরের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে ১০ জন শ্রমিকের মধ্যে প্রণোদনার  নগদ অর্থ বিতরণ করেন সিপিএ চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেল।

পরে তিনি সংশ্লিষ্ট অপারেটিং ফার্মের মালিকদের হাতে অন্যান্য শ্রমিকদের চেক হস্তান্তর করেন।

Comments

The Daily Star  | English

Be sincere to enhance agriculture production, alleviate poverty: PM

Prime Minister Sheikh Hasina today stressed the need for cooperatives in every area throughout the country to boost agricultural production, alleviate poverty and create scope for micro-savings

56m ago