প্রাথমিক ধারণা জমে থাকা গ্যাস থেকে গুলিস্তানে বিস্ফোরণ: ডিএমপি কমিশনার

এই বিস্ফোরণে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। আর আহত হয়েছেন অন্তত ১০০ জন।
খন্দকার গোলাম ফারুক। ছবি: সংগৃহীত

গুলিস্তানের ভবনটিতে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

আজ মঙ্গলবার তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

খন্দকার গোলাম ফারুক বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করছি, জমে থাকা গ্যাস বিস্ফোরণ থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে। 'এটিও সায়েন্স ল্যাব এলাকার বিস্ফোরণের ঘটনার মতোই।'

এই বিস্ফোরণে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। আর আহত হয়েছেন অন্তত ১০০ জন।

Comments