চলতি বছরের জাতীয় লিগে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনিই। ভারত 'এ' দলের বিপক্ষে প্রথম আনঅফিসিয়াল টেস্টেও দেখিয়েছিলেন ব্যাটিং ঝলক। ফলে জাকির হাসানের সুযোগ মেলে ভারতের মূল দলের বিপক্ষে টেস্ট...
একাধিক সুবর্ণ সুযোগ হাত ফসকে বেরিয়ে যাওয়ায় মেলেনি কাঙ্ক্ষিত ফল। সংবাদ সম্মেলন সাকিব বলেন, এগুলো ক্রিকেটের অংশ হলেও বাংলাদেশকে নিয়ে হতাশ হওয়ার যথেষ্ট কারণ আছে।
কোহলির বাংলাদেশের কোনো ক্রিকেটারকে উপহার দেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাসকে ব্যাট দিয়েছিলেন তিনি।
এই সিরিজে ভারতকে নেতৃত্ব দেওয়া লোকেশ রাহুল জানালেন, একটা পর্যায়ে স্নায়ুচাপে আক্রান্ত ছিল তাদের ড্রেসিংরুম।
ভারতের ৭ উইকেট ফেলেও ম্যাচ জিততে না পারার কষ্ট চেপে অধিনায়ক সাকিব আল হাসান কৃতিত্ব দিলেন প্রতিপক্ষের দুই ব্যাটার রবীচন্দ্রন অশ্বিন ও শ্রেয়াস আইয়ারকে।
শ্রেয়াস আইয়ার আর রবিচন্দ্রন অশ্বিনকে টলানো গেল না। শক্তিশালী ভারতকে বাগে পেয়েও টেস্টে হারাতে পারল না বাংলাদেশ।
সকাল বেলাতেই উইকেট দরকার ছিল বাংলাদেশের। সেই চাওয়া পূরণে একদমই দেরি হলো না।
শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলেন ২০২২ সালের শেষ ইনিংস। তাতে দলের প্রয়োজনে ভীষণ গুরুত্বপূর্ণ ৭৩ রান আসে তার ব্যাটে। এতে করে তিন সংস্করণ মিলিয়ে চলতি বছর তার রান হয় ১ হাজার ৯২১।
বুধবার চট্টগ্রাম টেস্টের প্রথমের দিনের চা-বিরতি পর্যন্ত ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১৭৪ রান। ১১৬ বলে ৪২ করে অপরাজিত আছেন পূজারা। ৭৭ বলে ৪১ রান করে তার সঙ্গী শ্রেয়াস। ১৪৬ বলে এই দুজনের জুটিতে এসেছে ৬২ রান।
বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম সেশন বাংলাদেশের। আগে ব্যাটিং নেওয়া ভারত ২৬ ওভারে ৩ উইকেটে তুলেছে ৮৫ রান।
ভারতের বিপক্ষে প্রথম টেস্টে টস ভাগ্য পক্ষে আসেনি বাংলাদেশের। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক লোকেশ রাহুল। এই ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে ওপেনার জাকির হাসানের।
সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটের নতুন বেঞ্চ মার্ক সেট করছে ইংল্যান্ড দল। দ্রুত রান উঠিয়ে প্রতিপক্ষের উপর চেপে বসার নীতি নিচ্ছে তারা।
তামিম ইকবালের বদলি হিসেবে টেস্ট অভিষেকের সামনে থাকা এই তরুণকে নিয়ে ভীষণ আশাবাদী বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো।
প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর কথায় প্রথম টেস্টের একাদশের ছবি অনেকটা পরিষ্কার।
অনুশীলনে শুরুতেই জেগেছিল শঙ্কা। অধিনায়ক সাকিব আল হাসান মাঠে এসে স্ক্যান করাতে গিয়েছিলেন হাসপাতালে। প্রথম টেস্টে তিনি খেলবেন কিনা তা নিয়ে বাড়ছিল উদ্বেগ।
মঙ্গলবার দিবাগত রাত একটায় বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে ম্যাচটি শেষ হলেও বাজবে ভোর রাত ৩টা। কিন্তু ম্যাচটি যদি অতিরিক্ত সময়ে ও পরে...
আগের দিন মাঠে এসে কেবল ফটোসেশানে অংশ নিয়েছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশ টেস্ট অধিনায়ক আজ মঙ্গলবার মাঠে এসেই অস্বস্তি অনুভব করেন৷ পরে তাকে একদফা হাসপাতাল ঘুরে আসতে হয়।
সংবাদ সম্মেলনে উইকেটের হালচাল মনে করিয়ে দিতে ভারপ্রাপ্ত ভারতীয় কাপ্তান লোকেশ রাহুল জানান, সব কিছু মাথায় নিয়েই আক্রমণ করে খেলতে চাইবেন তারা