অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডিএসসিসির সাবেক কাউন্সিলর সাঈদের বিরুদ্ধে চার্জশিট

এ কে এম মমিনুল হক সাঈদ। ছবি: সংগৃহীত

জ্ঞাত আয়ের বাইরে ৫ কোটি ৬০ লাখ টাকার সম্পদ অর্জনের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক কাউন্সিলর এ কে এম মমিনুল হক সাঈদের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মো. আতাউর রহমান সরকার ঢাকা মেট্রোপলিটন সেশন জজ আদালতে এ চার্জশিট জমা দেন।

প্রায় আড়াই বছর অনুসন্ধান করে দুদক জানায়, সাবেক কাউন্সিলর সাঈদ অবৈধভাবে ৫ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ২২৪ টাকা অর্জন করেছেন এবং সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ওমানে ৭৮ লাখ ১১ হাজার ৯৭৮ টাকা পাচার করেছেন।

চার্জশিটে তাকে 'পলাতক' দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আদালতে আবেদন করেছে দুদক।

চার্জশিটে অভিযোগকারীসহ ১৩ জনকে রাষ্ট্রপক্ষে সাক্ষী করা হয়েছে।

আগামী ৬ জুন আদালতে চার্জশিট উপস্থাপন করা হবে।

জ্ঞাত আয়ের বাইরে প্রায় ৪ কোটি ৪৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০১৯ সালের ২০ নভেম্বর সাঈদের বিরুদ্ধে মামলা করে দুদক।

মামলার পরিপ্রেক্ষিতে গত বছরের ৭ ফেব্রুয়ারি ঢাকার একটি আদালত সাঈদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর সাঈদ ঢাকা দক্ষিণ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

অবৈধ ক্যাসিনো ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ২০১৯ সালের ১৭ অক্টোবর তাকে ওয়ার্ড কাউন্সিলর পদ থেকে প্রত্যাহার করা হয়।

গত বছরের ১৭ নভেম্বর ঢাকার আরেকটি আদালত মানি লন্ডারিং মামলায় সাঈদসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।

Comments

The Daily Star  | English

Ex-CEC Nurul Huda gives confessional statement in poll irregularities case

Statement being recorded before magistrate in case over alleged bias in past elections

39m ago