অবরুদ্ধ নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২

নয়াপল্টনের নাইটিংগেল মোড়ে হঠাৎ স্লোগান দিতে শুরু করেন বিএনপির কয়েকজন নেতাকর্মী। ছবি: স্টার

রাজধানীর নয়াপল্টনের নাইটিংগেল মোড়ে ঝটিকা মিছিল করেছেন বিএনপির কয়েকজন নেতাকর্মী। সেখান থেকে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযানের পর থেকেই নয়াপল্টন এলাকা অবরুদ্ধ করে রেখেছে পুলিশ।

আজ সকাল থেকেই দেখা যায়, বিএনপি কার্যালয়ের সামনে শুধু পুলিশের উপস্থিতি। এর আশেপাশের গলিগুলোর প্রবেশ মুখের গেট বন্ধ করে রেখেছে পুলিশ।

স্লোগান দেওয়া বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: সংগৃহীত

এমন পরিস্থিতির মধ্যেও নয়াপল্টনের নাইটিংগেল মোড়ে দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ স্লোগান দিতে শুরু করেন বিএনপির কয়েকজন নেতাকর্মী। এরপর ধীরে ধীরে স্লোগান দিতে থাকা নেতাকর্মীর সংখ্যা বাড়তে শুরু করে।

এক পর্যায়ে পুলিশ তাদের দিকে এগোতে থাকলে স্লোগান দেওয়া নেতাকর্মীরা কাকরাইল মোড়ের দিকে পিছু হটতে থাকে। কাকরাইল মোড় থেকে পুলিশ ফিরে এলে বিএনপির প্রায় ২০ থেকে ২৫ জন নেতাকর্মী আবারও স্লোগান দিতে দিতে নাইটিংগেল মোড়ের দিকে চলে আসেন।

তাদের মধ্যে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হচ্ছেন আরশাদ ও উজ্জ্বল।

বিজয়নগর মোড় থেকে নয়াপল্টনে যাওয়ার রাস্তায় পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। নাইটিংগেল মোড়সহ নয়াপল্টনের আশপাশের গলির মুখেও পুলিশ অবস্থান নিয়েছে।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তার ২ পাশে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধ আছে।

আজ সকাল ১১টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নাইটিংগেল মোড় থেকে ফিরিয়ে দিয়েছে পুলিশ। তাকে বিএনপির কার্যালয়ে যেতে দেওয়া হয়নি।

পুলিশ স্লোগান দেওয়া নেতাকর্মীদের হটিয়ে দেয়। ছবি: মামুনুর রশীদ/স্টার

এর আগে গতকাল বিকাল ৩টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পুলিশ। এ ঘটনায় বিএনপির ১ জন নিহত এবং কয়েকশ জন আহত হয়েছেন।

এ বিষয়ে গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'আজকের পুলিশি সন্ত্রাসে আমাদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, ক্ষতবিক্ষত হয়েছেন। অনেকে চিকিৎসাধীন আছেন। সর্বশেষ জানতে পেরেছি এখন পর্যন্ত আমাদের একজন নেতা মারা গেছেন। আরও অন্তত একজনের অবস্থা অত্যন্ত গুরুতর। তিনি চিকিৎসাধীন আছেন।'

'আশঙ্কাজনক আহতের সংখ্যা বাড়তে পারে। পুলিশের আকস্মিক বর্বরোচিত আক্রমণে আমরা এখনো সম্পূর্ণ তথ্য পাইনি। আহতদের খবর নেওয়ার চেষ্টা করছি,' বলেন তিনি।

গতকাল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। এই নেতারা ছাড়াও বিএনপির ২ শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Stay alert against conspiracies: Fakhrul

BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir today urged all to stay alert, warning that conspiracies are underway to once again plunge Bangladesh into new dangers

50m ago