র‍্যাব-ডিবি সুন্দরভাবে বিশ্লেষণ করে ফারদিনের মৃত্যুর বিষয়টি বলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আসাদুজ্জামান খান। স্টার ফাইল ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূরের মৃত্যুর বিষয়টি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সুন্দরভাবে বিশ্লেষণ করে বলেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। একইসঙ্গে এ বিষয়ে কিছু জানার থাকলে র‌্যাব ও ডিবির সঙ্গে কথা বলার পরামর্শও দেন তিনি।

আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ফারদিনের মৃত্যু নিয়ে র‌্যাব ও ডিবির বক্তব্য বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, 'আমার মনে হয়, আমাদের র‍্যাব, আমাদের ডিবি বিষয়টি (ফারদিনের মৃত্যু) সুন্দরভাবে বিশ্লেষণ করে বলেছে। কাজেই আপনাদের কিছু জানার থাকলে সেখান থেকে জেনে নেবেন।'

এ ছাড়া, জঙ্গিবাদ বিষয়ে তিনি বলেন, 'সারাবিশ্বেই জঙ্গিবাদের উত্থান ঘটানোর চেষ্টা হয়েছে। আমি মনে করি, একটি গোষ্ঠী কোনো না কোনো উদ্দেশ্যে জঙ্গিবাদের উত্থান ঘটানোর চেষ্টা করে। প্রধানমন্ত্রীর দৃঢ়তার জন্য আমাদের দেশে জঙ্গিবাদের শাখা-প্রশাখা বিস্তার ঘটাতে পারেনি। এটি সমূলে উৎপাটন করতে না পারলেও নিয়ন্ত্রণে আনা হয়েছে। আমরা মনে করি, যখনই আমাদের ছেলেরা ধর্মের সঠিক ব্যাখ্যা পাচ্ছে, তখনই তারা জঙ্গিবাদের পথ থেকে ফিরে আসছে।'

Comments

The Daily Star  | English

Housing, food may top the manifestos

Panels contesting Ducsu election are signalling key reform priorities in their upcoming manifestos

11h ago